আজো নিরোরা বাজায় বাঁশি
বসে কোথাও দূরে,
জ্বলছে আমার বশত ভিটা
মরছি আমি পুরে ।


আমার আর্ত ডাক পৌঁছে না
তার রাজকী কানে,
নিত্য নতুন সুর তুলে সে
মজে বাঁশির তানে।


দুই হাজার বছর পরেও
থামে না তার বাঁশির সুর,
কে জানে কি ভাগ্যে লেখা
কি পরিণাম কত দূর ?


বন্দর, চট্টগ্রাম
22.04.2018