লাউয়ের মাচায় একটি ফড়িং
তিড়িং বিড়িং নাচে,
বলতে পারো এ ফড়িংটা
কার দয়াতে বাঁচে ?


কার গুনগান গায় বসে
বুলবুলি রোজ বাগে,
সুর্য মামা রোজ প্রভাতে
কার ইশারায় জাগে ?


উড়ছে যে ওই প্রজাপতি
রংবেরঙের পাখা ,
কোন যাদুকর শিল্পির ছোঁয়ায়
এমন ছবি আঁকা?


ছবির মত এদেশ নিয়ে
আমরা কতই ভাবি,
ভেবেছ কি এমন ছবি
একেঁছে কোন কবি ?


এই যে আমি যাচ্ছি লিখে
গাঁয়ের মাটির ছড়া
আমার সকল ভাবনা জুড়ে
তার করুণা ভরা ?


বলতে পারো কার করুনায়
আসে নতুন দিন ?
সে যে আমার মহান মনিব
রাব্বুল আলামিন।