জীবন প্রদীপ নিভে যাবে হঠাৎ কোন দিন
ক্ষমা করে দিও আমায় থাকলে কোন ঋণ।


চলতে গিয়ে জীবন পথে ইচ্ছে কিবা ভুলে
কষ্ট দিয়ে থাকলে মনে কভু কোন কালে
সব ভুলে মাফ করে দিও আমি দীনহীন,
ক্ষমা করে দিও আমায় থাকলে কোন ঋণ।


আমার ঘরের মাটির পিদিম
জ্বালবে না আর আলো সে,
মোর বিরহে কাতর যে জন
বাসবে না আর ভালো সে।


পরবে না আর আমার ছায়া তোমাদের ওই আঙিনায়,
চরবে না আর কেহ আমার খেয়া ঘাটের ডিঙি নায় ।
চিরতরে সুর হারাবে আমার করুণ বীণ,
ক্ষমা করে দিও আমায় থাকলে কোন ঋণ।


বন্দর, চট্টগ্রাম