তুমি ঠাঁই দিয়েছ গর্ভে সয়েছ জ্বালা কত,
ঘুম পড়াতে গিয়ে তুমি নিঘুম কাটিয়েছ রাত শত।
টেনে তুলে বুকে করেছ আদর, শাসন করেছ নিজ হাতে,
ক্ষুধার যন্ত্রণা সয়ে তুমি  দিয়েছ আমায় খেতে।


দিয়েছেন প্রভু কতযে প্রেম তোমারি ওই বুকে,
কাটিয়ে দাও সারাটি জীবন সন্তানেরই সুখে।
মমতাময়ী জননী ওগো স্বর্গ আমার তোমারি চরণে,
কি অসীম সুখ আঁচলে তোমার তৃপ্তি আসে স্মরণে।


তুমিই স্বর্গ, তুমিই নরক  তোমাতেই পাই সব,
তুমি মিষ্ট সুরে ডাকা ঘুম ভাঙানো পাখির কলরব।
তোমায় পুজিলে মিলে স্বর্গ নরক আসে তোমারি শাপে,


স্বর্গ হারা আমি পাইনে দিশে মরি হায় এই পরিতাপে!  
আজো বুকের মাঝে বেজে ওঠে করুণ বীনার সুর,
না জানি জননী আজ কাঁদ কোথায়, কতদূর ?  


বন্দর, চট্টগ্রাম।
১৮ ফেব্র“য়ারী, ২০১২ খ্রিঃ