জীবনের গল্পগুলো যথাসম্ভব ছোট হোক।
মমতার শেকড় রক্তে ছড়িয়ে পড়ার আগেই
দুরত্ব বাড়ুক,
যোগাযোগ নিভুক!
তবুও কষ্ট চেপে ভালো থাকুক দেয়ালের দু'ধারের মানুষগুলো।
যদি দুরত্ব বাড়লে অটুট থাকে বিশুদ্ধ অনুভূতি
তবে তৈরি হোক হাজার না পাওয়ার গল্প।
যেই অভিধানে ভালোবাসার সংজ্ঞা ভক্তি-শ্রদ্ধা,
যেই অভিধানে ঠাঁই পাইনা ঘৃণা নামক বিষাক্ত শব্দ,
সেই অভিধানে নিশ্চয় সুক্ষ্ম অক্ষরে লেখা থাকবে ;
দুরে থাকা মানেই ভুলে থাকা নয়।
ভালোবাসা মানেই কাছে পাওয়ার সাধনা নয়
ছুঁয়ে দেখার বাসনা নয়।
দুরে থেকেও ভালোবাসা যায়
মনে রাখা যায়!