ব্যধি উল্লুক,কাঁদে ভাল্লুক।
ব্যথিত দাহির, মৌর্য ,শশাণ্ক |
আসি ক্ল্যাইভ মৃদ বার্তা;
আহা বঙ্গ! খবিছের পাল্লা|
ওরে মাঝি মাল্লা;ডাকে আল্লাহ!
আযই নারিকেল,পলাশী প্রান্তর।
ভরেছে পুরীতে ভ্রান্তি,পাপের অন্তর|
এবারও বসিয়াই হোক!
নব্য তারুণ্যে আয়রে ধ্বনি ;
পায়ের শিকল চিড়িয়া,
কুপমন্ডকের পাজর ফাঁড়িয়া ।
চিত্কার করে ডাক!
আয়রে কাশেম,আয় তিতুমীর
যুদ্ধে যাব তৈরী আমি||