নন্দিত পথে ,রক্তাক্ত খতে;
চলেছি কত দূর?
বাধা- ব্যধি-শোক
রুক্ষিতে পষাণচারি-
আমি হে পারি! গাই শ্লোগান
শব্দ কথার ছলে, নিন্দিত ব্যথা বলে l।


পাষাণ-প্রাচীর চূড়িয়ে দিবো মুক্তি পথের ধূলে ।
স্বাধীন হাওয়া উড়াতে শান্তির পতাকা ।
আমায় আমি  বিছিয়ে দেব কামান কিবা শেলে ।
আসুক বাধা, আসুক ব্যধি
এতে মানিনে কোন রেলি-আইন ।
যতটা শোকে ব্যথিত হবে গড়াবে সে পথের মাইল।।