কই‌ কই সে কথা,‌যার নাম মানবতা।
লাশে‌ লাশে ভরছে‌ মানব যে মরছে ।
আগাছা‌ আগাছা এগুলো আগাছা।।
কত কত শত‌ কথা মানবতা‌! মানবতা!
বিবেকের দ্বার‌ কেঁটে,দুর্যোগের হাল ঘেটে-
এটা সেটা- কেটা কি?
শিশু আইন তহবিল!
পেটে ফুটো গড়মিল! শকুনে কিল মিল !
আহা !কি তহবিল?
আইনে ফাইনে‌ ভরা বিল‌।
সাধুজনে খিল‌খিল‌ ,জেলে মেলে ঝিলমিল।
ঘুষে‌- ফুঁয়ে কিলবিল।
বিলে-ঝিলে মানবতা-
পানিতে ভাসে‌ লতা ।
মানবতা মানবতা আধাবাটা ,
কাঁটাছাটা মানবের আদাবাটা।
বাহ! বাহ! সাধু কথা মানবতা! মানবতা-
কাঁটা তারে‌ ঝুলে লতা ।‌
মানবতা!মানবতা!সাধু কথা মানবতা!


কই‌ কই সেই‌‌ কথা‌ ,যার‌ নাম‌ মানবতা।
জ্বলছে‌ জ্বলছে,মানব যে জ্বলসে‌।
আগাছা আগাছা ‌এগুলো‌‌ আগাছা ।
বুদ্ধির খাল‌ কেঁটে,‌ প্রকৃতর কাল‌ঘেটে
এটা- সেটা ওটা কি?
নারী আইন মহাবিল !
ছ্যাঁড়া ফাঁটা দেহদিল‌‌‌ পিসাচে ‌‌ঝিল‌মিল‌!
আহা!কি‌ তহবিল?
আইনে‌ সাইনে‌ ভরাদিল‌।
ভোগেজনে খিল‌খিল‌ মাঠে-ঘাটে‌ খালি দিল।
আর না! আর না! বকা ঝাকা আর না!
বাহ! বাহ! মানবতা !সাধু কথা মানবতা!