ভাবতে ভাবতে সময় কাটে।
রেলগতিতে ঘন্টা ছোটে।
সব চিন্তা বইয়ের ধারে।
লিখতে গেলে কলম নড়ে।
ঘুরতে শুধু সময় খোঁজে।
টিভি দেখলে রাত শেষ।
চোখে শুধু ঘুমের মেস।
মা‌ দেখলো ভীষন রাগে।
বাবা বললো ভীষন ত্যাজে।
মারেবো তোকে ধপাস ধাস।
মাঠে ঘাটে সময় শেষ।


পরীক্ষাটির সময় এ গেলো।
মাথায় এখন আগুন এলো।
সব ইতিহাস হল যে ফাঁস।
আমি যেন ভাই পাই Golden A+।



১৭ মার্চ ১৩ইং
৯:৪০ রাত
এই কবিতাটা কলেজ জিবনের পরীক্ষার  আগ মুহুর্তের।।