(কবিতা)


"আদালত "
     বর্ণ
তারিখঃ২৫/০৪/২০২১ইং
সময়ঃ ০২:৩০ ঘটিকা


কোনো কালে কোনো এক মনিষী
বলেছেন বুঝি এই,
'দুনিয়ার বুকে বিবেকের ওপরে-
কোনো আদালত নেই।'


সেই থেকে বড়,যত কচিকাঁচা
পাঠাভ্যাসের বেলায়,
এই বাণী খানি,পুরো গিলে খায়-
পরীক্ষকের ঠেলায়।


পাশাপাশি রোজ আওড়িয়ে মারে,
শ্রেনীতে প্রথম ভাগে,
বাংলা এবং ধর্মের স্যার, ওদের-
মানবতা যেন জাগে।


কিন্তু আসলে সমাজে মোদের
মানবিকতা যা বুঝি,
এক ছটাক আজ পাইনে'ক, যদি-
লন্ঠন জ্বেলে খুঁজি।


মনুষ্যত্ব তো পরের সোপানে,
জীবের যে গুনাবলী,
স্বার্থের পরে ইঞ্চিও নয়,
সেন্টিমিটারে চলি।


জনদরদের যত নটবর
তুখোড় ভাষণ ঝাড়ে,
যেথা দ্যাখে যে,লাভ নেই হেথা-
গোপনে সটকে পরে।


মায়ার ঘটিটা উল্টে পরেছে
প্রেমের কলসি কাৎ,
বিবেকের গালে রোজ মেরে চলি,
টাকার চপেটাঘাত।


এই যদি হয় সমাজের হাল
কি হবে বিদ্যালয়ে,
পড়িয়ে পড়িয়ে প্রেম-ভালোবাসা
মানবতা যায় ক্ষয়ে।


মনের আদালতে স্বয়ং হাকিম
নিজে ওকালতি করো,
সেখানেই আগে সুবিচার আনো-
সত্যের পথ ধরো।


একথা সত্য,মোদের বিবেক
বড় এক আদালত,
সেই আদালতে রায় দেয়, ভবে-
কোনটা সঠিক পথ।


সকলে সেপথে চলি যদি আহা,
সকলের অগোচরে,
দুনিয়ায় যত আদালত আছে
তালা পরে যাবে দোরে।


--------***--------