(কবিতা)


"বিপর্যয়"
   বর্ণ
তারিখঃ২৭/০৪/২০২১ইং
সময়ঃ১৬:০০ ঘটিকা


এইযে আমি দাঁড়িয়ে আছি তোদের দোরে হেথা,
রাজি আছি আজকে সবার শুনতে চড়া কথা।
আজ পরেছি শিকল হাতে,কুলুপ এটে  মুখে,
পন করেছি তোদের হাতেই,মরব ধুকে ধুকে।


অনেক  হলো তোদের সাথে,বাদানুবাদের জঙ্গ,
আজকে হলাম ক্লান্ত বড়,দিলাম রণে ভঙ্গ।
তোদের কাছে হার মানি রোজ,হারে আমার নীতি,
মনের মাঝে বসছে জেঁকে,অবিচারের ভীতি।


মানুষ গুলো মানুষ তো নেই,উন্মাদনায় সবাই বুদ,
সবার মাথায় চেপে আছে,শেষ জামানার পাগল ভুত।
দলে দলে দলাদলি, কাটছে মানুষ খাসির ন্যায়,
নালায়েকের পায়ের কাছে,লায়েকগুলো ধর্ণা দেয়।


দেশতো দারুন হচ্ছে গড়া, বিবেক কারো গড়ছে কি!
দুধের শিশু ধর্ষিতা হয়,ধর্ষকে কেউ মরছে কি!
উচিত কথা বলতে গিয়ে,সারে সারে পরছে লাশ,
আইন-আদালত সবই আছে,নিয়ন্ত্রকে খাচ্ছে ঘাস।


হাজার কোটির মালিক হতে,একটু অসৎ হলেই হয়,
বিদেশ ভুমে পাড়া বানায়,দেশের সুনাম করে ক্ষয়।
দিন মজুরের ভ্যাটের টাকায়,পথশিশু পায়না ভাগ,
চিকিৎসা খাত, হায়রে খোদা,ওসব কথা এখন থাক।


কার্যালয়ের কর্তারা সব,মানতে নারাজ,ঘুষ খেয়ে,
আমার মত দিন দুখিদের,অশ্রু ঝরে গাল বেয়ে।
কর্মচারীর চাকরি তো শেষ,তাও সে বড় টেনশনে,
দপ্তরেতে মাল না দিলে, বাগড়া  দিবে পেনশনে।


সারাজীবন ভুতের বেগার, দিন এনে দিন খেয়েছে,
চোখের পাতা জলে ভেজা,মন খুলে তাও গেয়েছে।
এখন যে আর গান আসে না,ঘুমোয় আধো রাত গিয়ে,
এক জীবনের সঞ্চিত ধন,তাও নিতে হয় ঘুষ দিয়ে।


ধনীর কন্যা পালিয়ে গেলে,ভান করে সব কিডন্যাপের,
গরিবের মেয়ে গুম হয়ে যায়,দোষ ধরে তার চরিত্রের।
এই আমাদের সমাজের চোখ,চোখের ওপর ছানিতে,
যা দেখে সব ঝাপসা দেখে,ময়লা চোখের পানিতে।


সোনার বাংলা লাগছে কেমন,প্রাণঘাতী আর ছুঁচলো,
আহারে সব সরল মনের,মানুষ গুলোর কি হলো।
এদেশ আমার, আহারে দেশ, ভাবতে খানিক কষ্ট হয়
দিবস নিশি ঘটছে মোদের, নৈতিকতার বিপর্যয়।


---------*****---------