রবে প্রিয় আমার সাথে ধরবে কি মোর হাত,
করবে কি এই আমার সনে সারাজীবন পাত।


এখান থেকে অনেক দূরে সাত সাগরের পর,
তোমার আমার ছোট্ট একটি দুই দুয়ারী ঘর।


নেই জানালা বারান্দা নেই,নেই বিজলী বাতি,
চাঁদের আভায় উজাল হবে প্রত্যেকটি রাতি।


এখান থেকে অনেক দূরে এইযে পথের শেষে,
এই দুনিয়ার অন্য পিঠে লাল পাহাড়ের দেশে।


সারা পাহাড় জুড়ে সেথা হাজার গাছের ছায়া,
সেই পাহাড়ের শিরের পরে জমাট বাঁধা মায়া।


তোমার আমার ভালোবাসার মায়ার পুষ্করিণী,
আলো ছায়ার পরান লয়ে খেলছে ছিনিমিনি।


তোমার জন্য নাহয় আমি আলোর সাথে লড়ে,
শীতল ছায়া আনব প্রিয়া আমার দু'হাত ভরে।


তোমার আমার দুই দুয়ারী ঘরের ভেতর আহা,
পাখপাখালি খেলবে গাইবে ইচ্ছে যাহাই তাহা।


সঞ্জীবনীর করব আবাদ দুই দুয়ারীর অন্দরে,
সুখের তরী ভিড়িয়ে দেব বন্ধু তোমার বন্দরে।


আকার বা নিরাকার ও গো নামি কি বেনামি,
একটি দুয়ার তুমি ও তার একটি দুয়ার আমি।


তোমার আমার সংসার সে দুই দুয়ারী ঘরগো
চাঁদের আভাই রবির প্রভাই মোদের সুধীবর্গ।


সেথা তোমার পড়শী হবে দূর্বা ঘাসের ডগাতে,
দায় নিয়েছে তারা নিত্য শিশির কণা যোগাতে।


তাতেই তুমি মুখটি ধোবে ভাঙবে যখন নিদ,
থাকবে কি গো আমার সাথে হরণ করে হৃদ।


                --------******--------
তারিখঃ ১৫/০৬/২০২১ইং
সময়ঃ০৮ঃ০০ ঘটিকা/মাওয়া