"লেট"
   বর্ণ
তারিখঃ ২০/০৫/২০২১ ইং
সময়ঃ  ০৯:৩০ ঘটিকা
    


সেই জীবনের  ঠিকানাতে, এখন আমি নেই যে,
এখন আমি হাওয়ার ওপর গা ভাসিয়ে দেই যে।


মাঝে মাঝে অতীত গুলো চটকে নেওয়ার ছলে,
চোরের  মতন,  লুকিয়ে  ঢুকি,  বন্ধ দুয়ার গলে।


সেই ঘর, আর আমার তো নেই,এখন সেথা উফ্!
আমার বাঁচার, আমার হাসার, স্মৃতির অন্ধ কূপ।


ওরা সবাই কাজের পাগল, আমার ছেলে-মেয়ে,
সকাল সকাল, যে যার মতন, নাস্তা পানি খেয়ে।


যে যার মতো যায় বেড়িয়ে, যায় না গোরের কাছে,
আমায় নিয়ে ভাবার কি আর, সময় তাদের আছে।


আমার কথা হয় পড়ে না , হয়তো পড়ে  মনেতে,
হয় জমেনা,হয়তো জমে,অশ্রু চোখের কোনেতে।


পৌত্রাদি সব গল্প ছলে, হয় চিনে, বা চিনেই না'ক,
ইচ্ছে হলে বলে,'দাদু,দাদির সাথে ভালোই থাকো।'


ময়লা হয়ে পড়ে আছে,আমার পড়ার ঘরখানি,
সেথায় এখন রাখা হাজার,অর্ধ ভাঙ্গা ফুলদানি।


বইক'টা যে কোথায় আছে,কোথায় পরে সত্যজিৎ
কাজী নজরুল, রবীন্দ্রনাথ, আরও কতো বহুবিধ।


শেভ করবার রেজরখানা,আধা আধা শেভিং জেল,
দিনে দিনে যাচ্ছে পঁচে,বাতের ব্যাথার টোটকা তেল।


ছারপোকাদের ডিমেই আমার, ভরা  শীতের সেট,
আমার নামের সামনে এখন,লিখছে লোকে 'লেট'।


সেই জীবন আর এই দুনিয়ায় আর পাব না ফিরে,
এখন আমায়,চারদিক  হতে, স্মৃতিই  থাকে ঘিরে।


----------*******----------