হায় মরি মোর পোড়া চোখে,
এ কোন স্বপ্ন জাগে-
যা দেখি আজ সকল যেনো,
নতুন নতুন লাগে।


বউ কথা কও পাখির গানটি,
শুনছি নতুন সুরে,
সারস গুলো যায় ভেসে ওই,
নতুন কোনো দূরে।


নতুন আকাশ নতুন মেঘের,
নতুন বরিষণে,
দেয় যে দোলা নতুন নতুন,
ময়ূরগুলোর মনে,


নদীর বুকের শ্যাওলা নতুন,
নতুন পানির ফোঁটা,
নিন্দুকেরই মুখ ভরে আজ,
নতুন নতুন খোঁটা।


হাসপাতালের নতুন রোগী,
নতুন ডাক্তারেরা,
ওষুধ দিয়ে হচ্ছে না কাজ,
করছে কাটা ছেঁড়া।


নতুন রাজার নতুন নীতি,
মানুষ ক্ষোভে ফুঁসে,
জাহাজ ডোবে দুষ্ট নাবিক,
কেবিন ক্রু'দের দুষে।


নতুন আমি ফাঁসছি কেমন,
নতুন মরণ ফাঁদে,
পুরান আমি সীমান্তের ওই,
বাইরে বসে কাঁদে।


--------*******-------
তারিখঃ০২/০৮/২০২১ ইং
সময়ঃ১৩ঃ০০ ঘটিকা/মাওয়া