কবিতাঃ "সাবধানতার বাণী"
   কবিঃ     বর্ণ


তারিখঃ ৩০/০৫/২০২১ ইং
  সময়ঃ ০১:৩০ ঘটিকা


তোমায় যখন শুনিয়েছিলাম সাবধানতার বাণী,
তখন  তুমি গা করোনি  দাওনি  কথায়  কান'ই।


দিন দুনিয়া লয় করে আজ আসছে  অন্ধকার,
পণ করেছে  কেউ দিবে না একটি চুলও ছাড়।


থাকতে সময় হয়নি চেতন তোমার অলস গা'টি,
এখন কেন সরছে নাকো তোমার মুখের  রা'টি।


সমান তালে  বাড়ছে সাগর জলের উচ্চতা যে,
আইলা-ইয়াস নামে  হানা  দিচ্ছে  মাঝে মাঝে।


ধু ধু মরু দেখতে আজ আর হয়না আরব যেতে,
এই দেখোনা  ফুটছে মরু  প্রাণের সবুজ ক্ষেতে।


শীতেই  এখন   মানুষ   মরে   গ্রীষ্মে  মরে  নদী,
দশক আগেই  হারিয়ে  গেছে  দূর্বা ঘাসের গদি।


ঢেঁকি শাক আর আমরুল আর বনফুল আহারে,
কলমি  লতা  জন্মে  না  আর  পুষ্করিণীর  ধারে।


আগে  কতো  পথের  পরেই   ছিলো  মহৌষধি,
আজকাল আর যায়না ওসব পাওয়া খুঁজি যদি।


লোকে এখন সখের  বশেই, ঘরে লাগায়  গাছ,
সেসব গাছের ভেতর থাকে ফাইবার আর কাঁচ।


গাছের  পাতা  নড়লে  আগে  প্রাণে  দিত নাড়া,
সখের এ গাছ নড়েনা'তো ফ্যানের বাতাস ছাড়া।


আগের সেদিন আর পাবোনা ফিরে  কভু জানি,
দিনে-দিনে  বদলেছে  দিন অনেক অনেকখানি।


তারপরও আজ চেয়ে থাকি চাতক পাখির ন্যায়,
আমরা  সবাই  ভুগছি যে সব  আমূল  সমস্যায়।


দ্রুতই  খুঁজে  আশু  উপায়  সব সমাজের পতি,
থাকবে পাশে ধরবে রুখে সব আগামীর  ক্ষতি।


   -----------********-----------