হররোজ ভয় ছাপিয়ে ওঠে আমার অন্তঃকরণ
লাচার হয়েই তখন খোদা তোমায় করি স্মরণ।


তোমায় বিনে কারো দোরে হাত পাতি না কভু,
তুমিই ছাড়া কে আছে আর এই আমাদের প্রভু।


আল্লাহ আমার মাথার পরে এ ধরাতে থোড়াই,
হোক শয়তান বা বলবান কাউকে আমি ডরাই।


বিশ্বমানব দেশ মহাদেশ চাঁদ সুরুজ আর তারা
সকল কিছুই বিফল বেতাল তোমার দয়া ছাড়া।


তুমি ছাড়া নাই'ক মাবুদ  নাই'ক শরীক কোনো,
তোমার কাছে এক ফরিয়াদ খোদা তুমি শোনো।


লীলার ভূমে মরণ চুমে যায় যে হাজার ঢলে রে,
হীরে-জহর যায় চেয়ে দেখ কাদামাটির তলেরে।


চাইনে খোদা হীরে জহর চাইনে সোনার আকর,
দিকবিদিকে কোভিড নামক মহামারীর পাকড়।


ধরণীতে নেইকো শুমার মাজহাব আর জাতের,
কিন্তু খোদা সকল প্রাণ'ত সৃষ্টি তোমার হাতের।


আজকে না হয় না হোক ভেদন হিন্দু মুসলমান,
সহজ সরল মানুষ গুলোর বকশো দয়াল প্রাণ।


খুইয়েছি বেশ নুয়ে অহম সওদা হাজার লাশের,
মারার আগে মারছে সকল সহায় চারি পাশের।


সব মাজহাব তাকিয়ে আছি তোমার পানে প্রভূ,
গরীব দুখীর দুখ শোনোনি হয় না এমনই কভু।


                  --------******--------
তারিখঃ০৩/০৭/২০২১ইং
সময়ঃ০০:৩০ ঘটিকা/মাওয়া