যে পূণ্যভূমির স্বাধীনতা প্রত্যয়ী সৈনিকের মরণপণ সংগ্রামে লব্ধ,
যে মৃত্তিকার বুক চিরে সঞ্জীবনী নদীরা সতত প্রবাহমান,
পঞ্চান্ন হাজার বর্গমাইলের যে ভূখণ্ডকে ভালবেসে তোমরা মা বলে ডাক,
সেই মমতাময়ী মাটির প্রতিটি ধূলিকণার নাম বাংলাদেশ।


আরণ্যক শ্বাপদের অতর্কিত আক্রমণে যে জনতা সন্ত্রস্ত
অকস্মাৎ ঝড়ের মূর্তিমান বিভীষিকায় যে পথিক বিহবল
তার বিভ্রান্ত মননে চেতনার প্রজ্জ্বলিত শিখা বাংলাদেশ,
সন্ত্রস্ত জনতার সম্মিলিত প্রতিরোধের নাম বাংলাদেশ।


যে জননী সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষায় নিরন্তর প্রার্থনারত,
যে বোন ভাইয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকে মুহ্যমান,
তার সন্তপ্ত হৃদয়ের উদগত স্ফুলিঙ্গ  বাংলাদেশ
প্রার্থনায় উচ্চারিত প্রতিটি ব্যাকুল শব্দগুচ্ছ বাংলাদেশ।


যখন আত্মমগ্ন কবিগণ নেপথ্যের বেদনায় ভারাক্রান্ত
কমরেডগণ ভগ্নস্তূপের উপর স্বপ্ন বিনির্মাণে উদ্যত,
শতবর্ষের লালিত স্বপ্নের সফল বিনির্মাণ বাংলাদেশ
ভারাক্রান্ত কবিদের সদ্যোজাত শিশু-কবিতাবাংলাদেশ.