এ পৃথিবীটাকে যতটুকু চেনার প্রয়োজন ছিলো,
চিনে নিয়েছি!
বাকী নেই তার উপরে বিরাজমান বহুরুপী
মানুষ গুলোকে চেনার।
অনেক আগেই জেনে গেছি
অকৃতজ্ঞের সংজ্ঞা।
বুঝে গেছি স্বার্থপরতা কি,
হয়েছি কৃতঘ্নের শিকার।
তবু আক্রোশের সব গ্লানি
আঁখিজলে মুছে পেলেছি,
নানারকম কথা হজম করেছি,
কভু প্রতিউত্তর করিনি।
আদর্শ বিসর্জন দিয়েছি,
তবু অকৃতজ্ঞ হতে পারিনি।
শোকের বিপরীতে পাথর হয়েছি,
তবু পেছনে ফিরিনি ।
পুড়ে গেছে সমাজের বিবেক,
ধোঁয়া ধোঁয়া পুরোটা শহর।
মরে গেছে বিশ্বাস শকুনের মত হয়ে গেছে
মানুষের নজর।
অন্ধকারে কড়া নেড়েছি হাজার বার,
একটু আলোর আশায়।
জ্বলেনিকো রবি,হয়নিকো ভোর,
কষ্ট জমাট বাঁধা বুকের বারান্দায়।