মানুষ বদলে যেতে পারে কিন্তু,
তার স্বভাব কভু বদলাতে পারেনা।
যেমন, শহর বদলে যায়, কিন্তু
ধুলোর রঙ কভু  বদলায় না।
উষ্ণতার হিসেব করে চলতে চেয়েছি বহুবার,
কভু চলতে পারিনি।
অবিরাম গলতে থাকা সোডিয়ামের আলো,
আমাকে বদলাতে দেয়নি।
তবু কারো স্পর্শ পেলে হয়তোবা বদলে যেতাম।
কিন্তু, কার স্পর্শ পাবো! কোথায় বা স্পর্শ পাবো!  
মায়ের আঁচল ছাড়া কোথাও জোটেনিতো,
এক নিশ্বাস আশ্রয়।
বাবার পরে আর কেউ তো জড়ায় নি,
আদর শ্বাসনের বেড়াজালে।
স্বপ্নেরা সব জড়ো হয়ে আজো সমুদ্রের,
মাঝখানে এসে হাবুডুবু খায়।
মরবে কি বাঁচবে ডুববে না ভাসবে,
সর্বদায় থাকে সেই চিন্তায়।
তাই হয়তো আজো বদলে যাওয়া হয়নি।
কপাল গরম হলে আজো বুঝে নিই
বোধহয়  জ্বর হয়েছে।
কোনো আঙুলের রেখায় করতলে
ছুয়ে দেয় না আমার কপাল ।
দেবেই বা কে................ ???  
মনটাতো আর দেখা যায়না।
দেখা যায়, উপরে কম দামী জামা।
তাই হয়তো এগুতে চায় না কেউই।
যারা দিনের আলোয় কোর্ট টাই পরে,
নিজেকে ভদ্রলোক ভাবে।
যদিও অন্ধকারে বুঝা যায় না কিছুই।
মাঝে মাঝে কণ্ঠ আমার শুকিয়ে আসে।
তবু জলের বদলে সেখানে গড়িয়ে পড়ে,
নগরের সব ধুয়ে যাওয়া ইট ও সরু দেয়াল।
কেউ নেই..!! কোথাও আমার কেউ নেই..।।