আমায় আর খুঁজোনা কেউ স্বার্থের এ রঙিন শহরে, জমিয়ে রাখা সব স্বপ্নগুলো তুলে দিলাম আজ নিলামে।  


লাভ কি জড়িয়ে  মিথ্যে এ জীবনের মোহনায়,
অমিমাংশ ভাবেই যেতে হবে যদি শেষ ঠিকানায়।


মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই ,
তারি মাঝে মনুষ্যত্ব শুধুই খুজিয়া বেড়াই।  


কত শত শিক্ষিত দেখি আজ কড়ায় গন্ডায়,         সততার অভাবে আজ তারা বিলুপ্তি প্রায়।


যারা আদর্শ কে বুকে পুষে করেছে ধারণ,
শিক্ষার পাশাপাশি অহংকার দিয়েছে বিসর্জন।


শত বছর পরেও দেখি আজ তারাই ইতিহাস,           আমরা হয়ে গেছি দূর্গন্ধহীন জীবন্ত পঁচা লাশ।