তরুন প্রজন্মের কাছে আমি রেখে যেতে  চাই,
উদাত্ত এই একটি  আহবান।
স্বাধীনতার সঠিক ইতিহাস তোমরা পড়ে দেখো,
কারো থেকে কম নয় কারো অবদান।
তোমরা কি শুনোনাই,
দু' লক্ষ মা' বোন, আর ৩০ লক্ষ  শহীদের বীরত্বের কথা।
যাদের তাজা রক্তে আজও, লাল হয়ে আছে আমাদের পতাকা।
বীরশ্রেষ্ঠদের বীরত্বের ইতিহাস আছে কি তোমাদের জানা?
কোন বা অবদানে পেয়েছিলেন তারা শ্রেষ্ঠত্বের সম্মাননা?
বলতে কি পারবে তোমরা ,
জাতীয় চার নেতা সহ ভাষা শহিদদের নাম,
যাদের অবদানে পেয়েছি ফিরে মায়ের সম্মান।
ইতিহাসে যারা হয়ে আছে আজো চিরো অম্লান,
কেমন করে ভুলে যাবে তোমরা তাদের অবদান।
জানো কি তোমরা,  
কে ছিলেন  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান,
বাংলার মানুষের মুখে যে নাম রবে চিরকাল।
শুনোনাই কি তোমরা,
মেজর জেনারেল জিয়াউর রহমানের নাম,
যে নামের সাথে মিশে আছে বাংলাদেশের মান।
পড়োনাই কি তোমরা,
বেগম রোকেয়া, সুফিয়া কামাল,
নীলিমা ইব্রাহীম,জাহানারা ইমামদের কথা।
নারীদের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন
লিখে  গেছেন  যারা  অজস্র পাতা।
মনে পড়ে কি তোমাদের,
সোহরাওয়ার্দী, হামিদ খান ভাসানী, মূনির চৌধুরী,
এস এম সুলতান,  ফজলুল হকের কথা।
কেনোই বা তারা হয়ে আছেন আজো
ইতিহাসের এক একটি সোনালী পাতা।
উপলব্ধি হয় কি তোমাদের,
২৫ মার্চের ভয়াল সেই কালো রাত্রির কথা,
কুলাঙ্গার'রা কেড়ে নিতে চেয়েছিল এদেশের মাথা।
অন্ধকার রজনী তাজা রক্তে হয়ে গেছে লাল,
অজস্র ত্যাগের বিনিময়ে পেয়েছি ফিরে স্বাধীনতার সকাল।