তুমি স্বাধীন বাংলার ১৬কোটি মানুষের
বুকে আছো বিরাজমান।
তুমি বলিষ্ঠ কন্ঠস্বর আমাদের মহান নেতা
শেখ মুজিবুর রহমান।
চরম দুঃসময়ে কেঁদেছিলে তুমি
দুঃখী বাঙালির তরে।
তুমি ছিলে, তুমি আছো,
তুমি রবে বাংলার ঘরে ঘরে।
তুমি শিখিয়েছো মোদের প্রতিবাদী ভাষা
দেখিয়েছো মুক্তির স্বাদ।
মুখের ভূলিতে ভেঙেছিলে শত্রুর মসনদ
তাই তোমায় স্বাধুবাদ।
এ জাতির মুক্তির তরে হয়েছিলে দোষী,
করেছিলে কারাবরণ।
ভোলেনি আজো তারা ভূলবেনা কভু,
তোমার সে অন্তহীন অবদান।
অত্যাচারী শত্রুদের আঘাতে তুমি
লাঞ্চিত হয়েছিলে বারংবার,
ক্ষান্ত হওনি তবু কেড়ে এনেছিলে
আমাদের ন্যায্য অধিকার।
তুমি ছিলে তাই, পেয়েছি মাতৃভুমি,
পেয়েছি ফিরে স্বাধীনতা।
৪৮হাজার বর্গমাইল জুড়ে উড়াই আজ
লাল সবুজের পতাকা।
তুমি বাংলার প্রাণ বাঙালির সম্মান
স্মৃতি গুলো হবেনা কভু শেষ।
ইতিহাসে লিখা রবে শ্রেষ্ঠ বাঙালি
শেখ মুজিবের এই বাংলাদেশ।