গগনে ঘুরছে মেঘ, ঘন আষাঢ়ের বেলা,
এক পাশে  বসে আছি আমি একলা।
কলকল শব্দে ঢেউ এসে তীরে বাড়ি খায় ,
সংকেতে আমারে সে , কি যেনো কি কয়।


একপাল রংধনু এসে বুকের ডানায় ঘুরপাক খায় ,
ভিনদেশী ঐ পয়স্বিনী যেনো কোন দেশে যায়।
সারি সারি পদ্ম ফুটে আছে তটিনীর পুরো অঙ্গে,
জলরাশি খেলা রাশি এমন মিলন মোহনার সঙ্গে।


দিগন্তের প্রতিধ্বনি  ছুটে আসে যেনো বারে বার,
ঐক্য আর বিরহ বুঝি একি প্রান্তে হয় পারাপার।
ইচ্ছের ছুটি নেই  দেখে মনোরম সবুজের বাহার,
এরই মাঝে সাজাই চলো আমাদের ছোট্ট সংসার।