কোথাও কি নিরিবিলি প্রসারিয়া
মেঠোপথের ধারে,
তৈলের খনি উঠিয়াছিলো কিনা
গভীর কোন রাতে।
যার সন্ধান যায়নি এখনো
বড় দাদাদের কানে,  
হয়নিকো জমা বুজি
কোনো রাষ্ট্রীয় কোষাগারে।
হয়তো এমন সস্তা পেয়ে
মাখছে সবাই সবার গায়ে,
তেলে তেলে তেলাতেলি,
যে যার মত মাখছে  সবি।
জ্ঞানী গুনী ভাবি যাদের,
তারাও দেখি একি জাতের।
তৈল না দিলে হচ্ছে সাজা,
পুরো দেশটাই তৈলে ভাজা।
হরপ্রসাদ শাস্ত্রী তা বুজিয়াছিল
বহু বছর আগে,
প্রবন্ধে তিনি লিখেছিলেন
বিবেক যেনো জাগে।
স্বাধীনতার ইতিহাস বলে
আমরা বীরের জাতি,
এখন দেখি চলে সবখানে
তৈলের মাখামাখী।।