কতশত মিছিল হলো,
খানিক বসে তাণ্ডব দেখেছি,কত কিশোর-কিশোরী গেলো।
শিক্ষক গেলো, ছাত্র গেলো, জোয়ান গেলো, প্রবীণ গেলো।
এই মিছিল তো থামবার নয়!


প্রতি বসন্তে হয় মিছিল,
মিছিল হয় প্রতি জ্যোৎস্নার রাতে,
মিছিলের সুর ভেসে আসে ঝুম বৃষ্টিতে,
কিছু মিছিল ঘোর অমাবস্যাতেও হয়।


বাঁধ না মানা এই মিছিল কোন অধিকার আদায়ের নয়,
এই মিছিল তোমাকে পাওয়ার মিছিল।
এই মিছিল লাখো প্রেমিকের-প্রণয় আবেদনের মিছিল।
রেল পথের পাশ ধরে;আমিও হেঁটে এসেছি-
আজ মিছিল দেখবো বলে,আজ মিছিলে যোগ দিব বলে।
তবে কি আজ মিছিল শেষে তোমাকে পাবো?
নাকি ছত্রভঙ্গ মিছিলের আহত যুবকের ন্যায়-
কোন বিপ্লবী বন্ধু পথ থেকে তুলে নিয়ে বাঁচাবে আমায়?      


আমি যেনো এক বৈধ মিছিলের ফ্রন্টলাইনে থাকা কেউ,
তুমি আমার বুকে ছোঁড়া আততায়ীর ককটেলের অগ্নিঝরা ঢেউ।


মঙ্গলবার / ১৬ চৈত্র ১৪২৭/ ৩০ মার্চ ২০২১
নারায়ণগঞ্জ।