অনেক হেটেছি,এই প্রান্তরে
প্রতি ধূলিকণায় মিশে আছে,
ঝরে পরা ঘামের ফোঁটা,
প্রতিটি পথে রয়েছে মর্দিত ঘাসে,
কর্দমাক্ত পায়ের ছাপ!
আরো হেটেছি, মেঠোপথ ধরে অনেক দূর
ঠিকানা ছিলো না তার পরিধির!
ক্লান্ত হয়ে বসে বটেরমূলে,  
শিমুলের তলে-এক স্বচ্ছ প্রশান্তি।
অবাক হয়েছি যত দেখেছি,
কাকডাকা ভোরে থমকে থাকা শরীরে,
জীর্ণশীর্ণ স্বপ্ন মাখা অলিগলি-
বেয়ে আমার পুর্বপুরুষের পথ চলার চিহ্ন!
আড়ালে লুকিয়ে ডুমুরের ডালে দোয়েল,
আগুন মাখা ফসলের মাঠে দুরন্ত ঘুঘু,
কচুরির ঝোপে তীক্ষ্ণ চাহনির ডাহুক-
এরা সবাই এই পথের সাক্ষী।
পথ ও পথিকের এই পথ চলা
চিরদিনের চির অবিনশ্বর।  


৯ জুন ২০১৯
চাঁদপুর