কঁচি ডগায় জমে ওঠা একটি শিশির,
নিষ্পলক দৃষ্টিতে উড়ে আসা ফড়িং-
পায় বনলতার ছোঁয়া।
আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে
ঘাস চারার জন্ম।
সবুজ শরীরের ছোপ ছোপ ঝলক
লাল,নীল রংবেরংয়ের আগমনে,
প্রকৃতির জমকালো ছায়াছবি।
কে দেখেনি?কে শুনে নি?
তোমারি ক্ষতে প্লাবনের ধারা বন্ধে
এই জঞ্জাল শাবকের হত্যা হয়।
একবার ও ভাবোনি পরের কথা,
নিজের স্বার্থেই অন্ধ হয়ে।
পায়ের মর্দনে আজ অবহেলিত এই সত্তা
নিজের ক্ষমতার জমাকলে।
কত সুন্দর এলোমেলো দেহের আবেশ,
কানায় কানায় একেকটি শিল্প।
অবিশ্বাসের চোখে তাকিয়ে আমি,
একটি ঘাস শাবকের জন্ম।