যান্ত্রিক শহর আজ বড়ই একাকি,
মৃত্যুপুরীর নীরবতা নেমে এসেছে এই পথে।
হাজার মানুষের যুক্তি-তর্কের মাঝেও-
এ শহরের পথে পথে ছিলো ক্লান্তহীন মানুষ।
আজ নেমে এসেছে এক ঘোর আঁধার!
অন্তরে নিয়ে ঘুরছে অভিশাপ;রূপকথার
অদৃশ্য দৈত্যরা ঘুরে শহরের অলিগলি।
এ শহর আর মানুষের নেই;করাল গ্রাসে-
ক্লান্ত মানুষেরা মিছিল ধরেছে চলে যাবার।
হাজার থেকে লক্ষ পেরিয়ে ধুকে ধুকে-
আহত সবাই; মৃত্যুপুরীর মিছিলে।
মায়ের বুক থেকে কেড়ে নিচ্ছে,দুধের শিশু!
স্বামী থেকে আড়াল হয়ে যাচ্ছে প্রিয়তমা!
পৃথিবী থেকে যেন ভালোবাসা উঠে গেছে,
সবাই আজ বাঁচতে চায়,সেই আগের মতো।
যেভাবে বাবারা রোজ বাজারে যেতো-
মায়ের হাত ধরে ছোট্ট খুকি স্কুলে যেতো-
পাড়ার ছেলেদের সাথে দুষ্টুমি-
আর বাজি জিতে খোকা বাড়ি ফিরতো।
পথ শিশুরা খোলা ল্যাম্পপোস্টের নিচে-
শুয়েও নির্ভয়ে রাত কাটিয়ে দিতো।
ঠিক সেভাবেই আবার সব ফিরে পেতে চাই,
এই বাসযোগ্য ভালোবাসার পৃথিবী।



২১ চৈত্র ১৪২৬
নারায়ণগঞ্জ