ঘুনে ধরেছে পেটে পিঠে বেঁচে থাকা রক্তিম শহরে,
অভিমান জুড়ে আছে হৃদয়ের যত অলিগলি প্রান্তরে।
দাগ পড়ে গেছে আঘাতে আঘাতে-
কতটুকু পাওয়া ছিলো, চাইনি তো বেগড়ে হারাতে?


           তবে নিও সেই শোধ
           হয়তো আজকের মতো-
           রবে না এমন উজ্জীবিত রোদ।
           তবু পুড়ে পুড়ে ভষ্ম হওয়ার চেয়ে-
           না হয় এক আধারে যাবো হারিয়ে।


তোমার কি সেদিন কানে বাজেনি-
এই প্রাণ; প্রাণের তরে যত গান?
তবে কি নিরব ছিলে শুনে শুনে সেসব গান-
মুখ ফিরিয়ে একটি বার বুঝোনি সুপ্ত অভিমান!
            
            তবে কোন একদিন
            কোন এক বিকেলে কিংবা বৃষ্টিস্নাত রাতে-
            আমার কবিতা পড়ো।
            এবং শুনিয়ো তাকে; যার জন্য এতো ব্যবধান -
            হয়নি তোমার আমার অন্তমিলের সমাধান!


আমার এই কবিতা তোমাদের; অর্ধদিবসে-
ঝরে পড়া প্রণয়ের পোড়া ক্ষতের।
হেলা অবেলায় মুছে যাওয়া শত গল্পে-
মিশে যাওয়া হারানো প্রণয়ীর।


০৮ আষাঢ় ১৪২৭ || ২২ জুন ২০২০
নারায়নগঞ্জ