মাটির সাথে সজীব কচি ঘাসের
যে অমৃত চিরজীবী সখ্যতা,
গাছের সাথে দুরন্ত পাখি কূলের,
যে কোলাহল পূর্ণ স্বার্থহীন ভালোবাসা।


শান্ত নদীর সাথে উড়ন্ত গাঙচিলের,
যে মৌলিক ছায়াছবি।
ঝিলে ভেসে বেড়ানো রাজহাঁসের,
টলটলে জলে যে অবাধ মেলামেশা।


প্রজাপতি যেমন ফুলে উড়ে উড়ে,
অপার সৌন্দর্যের প্রকাশ ঘটায়।
স্রোতস্বিনী উত্তাল সমুদ্রে যেমন,
শুভ্র লবণ মিশে থাকে।


চিরন্তন শান্তির সাথে অশান্তির
যে চলমান বৈরিতা।
বিজয়লক্ষ্মী মুক্তির সাথে বন্দীর
যে করুণ হৃদয় হরণ কাতরতা।
  
আকাশে যেমন বাতাস মিশে,
শূন্যে যেমন পাখি।
কলসি কাঁখে তরুণীর যেমন,
নয়ন জুড়ানো আঁখি।                    
        
ঠিক তেমনি তোমার সাথে আমার,
না বলা কথার ছলে,
ঘুম ছাড়া চোখের আড়ালে,
এক মুঠো বা এক খণ্ড বলা যায়;
এক অখণ্ড হৃদয় ভালোবাসা।


৭ ভাদ্র ১৪২৬
নারায়ণগঞ্জ