আগুনের কাছাকাছি,
তবুও আগুনে না পুড়ে হয়েছি ছাই।
ভীষণ ধূসর উড়ে যাওয়া ছাই হয়ে-
উড়ে উড়ে হারিয়েছি অস্তিত্ব।


এমন ছাই হয়ে উড়ে চলেছি,
গৌধুলীতে চলে আসা মানুষের চোখে-
কঠিন আবর্জনা হয়ে ঢুকে পড়ছি রোজ।
সময় ও সভ্যতার লাল তালিকায় ঠাই পাওয়া-
সেই ভয়ংকর অপরাধী আজ আমি।
যার অন্তে হাজারো ভুলের বিষাক্ত ফুল ফুটে আছে,
ফুল শুকিয়ে গেলেও যার কাটারা আজও
ক্ষত বিক্ষত করে আপন সত্তাকে।  
সেসব ক্ষত বেয়ে অঝোরে ঝরে কাঁচা রক্ত,
কেউ দেখে না তা; ছাই হওয়া মানুষের আবার রক্ত কিসের?


আজ কোন আগামী নেই,
অসমাপ্ত কিংবা নতুন কোন কাজ নেই,
কর্ম হীন এক সত্তা হয়ে গেছি কবে থেকে?
অন্ত ফুরিয়ে অস্ত আসার পূর্বেই-
এতো এতো গভীর অন্ধকার চারদিকে।
শুধুই বিষ্ময়ে গা ভাসাই-
মধ্য দুপুরে অস্ত যাওয়া দেখে!  


এমন ভীষণ একা যাচ্ছি উড়ে,
কেউ জানে না কি ব্যথায়-
এসব ব্যথা নিত্য ঝরে নতুন ব্যথা জমবে বিধায়।  


১৮ অগ্রহায়ণ ১৪২৮ / ০৩ ডিসেম্বর ২০২১ / শুক্রবার
নারায়ণগঞ্জ