শিউলি, তোমাকে পাবার জন্য
কত বিভূঁই ছেড়ে, কত জলে ডুবে ডুবে-
বনে গেছি দাঁড় কাক; নিদারুণ বন্য।  


শিউলি, তোমাকে পাবার জন্য
কতবার জেনেছি- শত দুর্ভোগে
ঝরা পাতা ফের ঝরে পরে; কত পথিক
ঘুরে ফিরে একই পথে ফেরে।  
কতবার জেনেছি- ভারি বর্ষায়
মেঘের কান্নায় কত অশ্রু মেশে সাদরে।
কত শরতে, কত বিকেলে
ছেঁড়া কাশফুল জমা নিঃশ্বাসে উড়ে।
জেনেছি- তপ্ত মরুর মরীচিকায়
কত ছলনায়, শত প্রাণ হারায়।  
কত প্রেমে, কত হাসিতে
কত বেদুঈন-বণিক বিরোধে জড়ায়।  


শিউলি, তোমাকে পাবার জন্য
কত সংগ্রাম ছেড়ে, নতুন সংগ্রামে ফিরি।
শহুরে প্রথা ভুলে আজ হয়ে গেছি ভীষণ বন্য,
শিউলি, শুধুই তোমাকে পাবার জন্য।    


২৮ ভাদ্র ১৪২৮ / ১২ সেপ্টেম্বর ২০২১ / রবিবার
নারায়ণগঞ্জ