তারা কি দেখে নি?
ওই হলুদাভ আলোর নিচে পথের ধারে,
গোটা পৃথিবী নিয়ে ঘুমিয়ে আছে,
এক ছন্নছাড়া আগামী।
কুকুরটিও খোজ রেখেছে,
তার সাতটি সন্তান!
আর পেটের দায়ে ছুড়ে ফেলেছে,
নিস্পাপ অবলা শিশু।
বুকের হাড়গুলো ওঠা-নামা করছে,
দীর্ঘ নিশ্বাস ফেলে,
হাপানি কাশিতে দুকে দুকে-
ঘুমাচ্ছে! আহা কি অবলা।
বোধহয় এই তাদের ঠিকানা,
সারাদিনের খুনসুটি কোথা থেকে কোথা,
কাগজ কুড়িয়ে,অন্যের হাসি বিকিয়ে,
শেষ রাতে এই বুঝি ঘুমালো খোকা।    
ছিড়ে বস্তার চটেতে গা মিলায়,
চোখ দুটি ধীরে ধীরে ক্ষান্ত হয়,
এই সোডিয়াম আলোর নিচে,
ঘুমায় সধা রাস্তার নবাব।