এই ধরনী রবে না ক' অক্ষয়
পাপে ভোগে নিজেকে,
কোরো না ক' ক্ষয়
ভেবে কি দেখনি, কিসে হয় জয় ?
প্রাণহীন দেহে অনন্ত সঞ্চয় !


হবে না ক' ভয়,
নাহি কভু সংশয়
মানুষ হয়ে থেকো তুমি,
নাহি জলাশয়


ম'ন ভরা, মনে ভাবি,
এ কি পরিণয় ?
মানুষে মানুষে, যত অভিনয়
নশ্বর ভুবন, নশ্বর জীবন
সেকি প্রাণে বয় ?