জীবন, সেতো এক আজব যুদ্ধ
হাসি-কান্না সুখ ও বেদনায় সিক্ত
যুদ্ধ, কভু পিছু নাহি ছাড়ি
আপনজনের টানে, তবুও আশায় বাঁচি


পাহাড়ের বৈষম্য মানে হার,
জীবনের বৈচিত্র দেখিবার
বিভেদ উচু নিচুর সমাহার
রংধনুর সাত রং,
সেও বড্ড কম
ধর্ম, জাতি, বর্ণ,
কত ঢং, কত সং


সময়ের বিবর্তন, আলো আঁধারে
জীবন-কালে, সেও খেলা করে


জীবন নামক আঁকাবাঁকা নদী,
স্রোতের তোড়ে ভাসে তরী
শান্ত নদীতে বৈঠা মারি,
বাতাস বইলে পাল তুলি
প্রতি-অনুকূল স্রোতে দায়ী,
ঝড়ো হাওয়ায় বাঁচি মরি