ক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে যাচ্ছে সর্বত্র।
হঠাৎ অভিমানী দমকা হাওয়ায় দাউদাউ করে
জ্বলে উঠতে পারে ভয়ংকর আগুন।
হালকা ভালোবাসার বৃষ্টিপাতের ব্যবস্থা করুন।
ওরা কারো মিথ্যা আশ্বাসবাণীতে দমে যাবার পাত্র নয়।
ওরা ওদের অধিকার চায়,
ওরা স্বাভাবিক মৃত্যু চায়,
ওরা আর কোনো হঠাৎ খালি হয়ে যাওয়া
মা-বাবার কোল দেখতে চায়না।
একটু ভালোবাসা দিন হে রাষ্ট্র!
ওদের যা আছে সব দিয়ে দেবে।
ওদের আঘাত করার অধিকার নেই কারোর,
অধিকার আদায়ে শত আঘাত সইতেও প্রস্তুত ওরা।
সেই ভুল করবেন না হে রাষ্ট্র!
একটা ভুলের বুলেটে স্ফুলিঙ্গ থেকে দাবানল হয়ে যাবে।
প্রলয়ংকারী ঝড়ের মতো শেষ করে দিতে পারে সবকিছু।
যাদের বুকে বঙ্গবন্ধু ঘুমায়,
তাঁদের কেউ দাবায় রাখতে পারেনা।
ওদের মাথায় একটু নিশ্চিন্তের ছায়া দিন!
ওরা ভালোবাসায় ভরিয়ে দেবে।
এ দেশে তাঁদেরও ভাগ আছে।
হালকা ভালোবাসার বৃষ্টিপাতের ব্যবস্থা করুন,
সবকিছু ঠিক হয়ে যাবে।।