তুই কি আমার সেই প্রাণ ?
যেই প্রাণের আজো আধেক অংশ
আমার হৃদয়ে থাকে,
বাকিটুকু তাঁর কোনো জনমে
না'জানি দিয়েছি কাকে।


তুই কি আমার সেই গান?
যেই গানের আজো আধেক অংশ
মেলাতে পারেনি কেউ,
বাকিটুকু সেই মিলে যাওয়া গান
এ'বুকে তোলে ঢেউ।


তুই কি আমার সেই সুখ?
যেই সুখের আজো আধেক কারণ
দুঃখের পাড়ায় থাকে,
বাকিটুকু সুখও দুঃখেরই মতো
পাইনা বলে তাঁকে।


তুই কি আমার সেই সুর?
যেই সুরের আজো আধেক অংশ
হৃদয়ে ঝড় তোলে,
বাকিটুকু সুরে সুধা নিয়ে বাঁচি
তাঁকে পেতে হবে বলে।


তুই কি আমার সেই প্রেম?
যেই প্রেমের আজো আধেক সত্বা
আমাতে বেঁচে আছে,
বাকিটুকু প্রেম না-জানি কোথায়
দিয়েছি কার কাছে।


তুই কি আমার সেই জনা?
যেই জনা আজো আধেক ভাবায়
আমার সকল কিছু,
হাজার জনম ছুটেছি আমি
সে'জনার পিছু পিছু।।