আমি সালাম নতুবা রফিক ছিলাম;
বরকত নয় জব্বার,
আর্ জনমের আবছা সে স্মৃতি
পরছেনা মনে আজ আর।
আজো এই বুকে আধেক জমিন
মা মাটি ভাষা ময়,
জনম হতে মানুষ যাকে
নিজের বলে কয়।
আজো দেহ জুড়ে লোহিত খুনেরা
প্রস্তুত থাকে দিতে,
একদা কখনো দিয়েছি যে খুন
সেই দুপুরের রাজপথে।
আজো হৃদ ঘরে বাংলার তরে
প্রেমের পাহাড় ময়,
প্রেমিক মরেছে হয়তো কখনো
হয়নিকো প্রেম ক্ষয়।
আজো যেতে পারি সবকিছু ছাড়ি
বাঁচাতে মা'য়ের মান,
আমার সকল জনম ধরে
গেয়েছি যার বখান।
আজো একুশ এলে আমাতে দেখি
সব শহীদের ছায়া,
যেনো; আমাতে এসেছে সেই আত্মারা
বাংলাকে করে মায়া।।