আমি মরে গেলে কেউ বলেদিস্ তাঁরে
আমার লাশের পাশে
লোক দেখানোর ছলে যেনো আর
ব্যথা দিতে না আসে।
ব্যক্ত করেছি যত কথা ছিলো
নেই আর কিছু বাকি,
আমায় না চাওয়া কারো চোখ পটে মোর
লাশটা কেমনে রাখি।
যদি নির্বাক আমি বলতে না পারি
আর কোনো কথা কভু,
বলিস্ তোরা; 'সে মোর কবরে
ঘৃণা দেয় যেনো তবু'।
চোখ হতে তাঁর ভুলেও যদি
এক ফোঁটা জল ঝরে,
নীরবে প্রেমের ঝড় উঠে যাবে
আমার কবর ঘরে।