কারো যোগ্য আমি নই।
এই হাত ধরতে চাওয়া অনেক হাত
ফিরিয়ে দিয়েছি অবলীলায়,
কারো বিশ্বাস হবার যোগ্যতা ছিল না হয়ত।
তাই, কারো যোগ্য আমি নই।
হাত ধরতে সবাই জানে,
ধরে রাখতে জানে ক'জনে?
কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাইনি।
তাই, কারো যোগ্য আমি নই।
অনেকেই হাত ধরতে চেয়েছে বটে,
তবে কথা দিতে পারেনি কেউ।
শতজনমের তরে হাত ধরে রাখতে
কেউ রাজি নয়।
চিরতরে নিজেকে সপে দিতে
সবার অজানা ভয়।
তাই, কারো যোগ্য আমি নই।
সবাই সম্মোহিত হয়ে ছিল
নশ্বর শরীরের চাকচিক্যতে,
ঈশ্বরপ্রদত্ত অবিনশ্বর আত্মার-
মিলনের মোহ কারো ধ্যানজ্ঞানেই ছিল না।
তাই, কারো যোগ্য আমি নই।
কারো যোগ্য হবার প্রয়াসও করি না।
আমার যোগ্যতা ছিল না বটে,
তবে এই অযোগ্য-আমার হাত ধরার
যোগ্যতাও ছিল না কারোর।
এবার অপেক্ষার পালা …,
কেউ প্রয়াস করুক আমার যোগ্য হবার।