ভবের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো আরেকটি নূতন প্রাণ।
নূতন আরেকটি মানব চরিত্র।
একেবারেই আলাদা, যাকে আগে দেখেনি কেউ।
বিচিত্র যার অভিনয় শৈলী, রূপ আর সক্ষমতা।
আগামী শতকটার সে সম্ভাব্য সেরা নট হতে পারে।
বহালতবিয়তে রাজ করতে পারে
ভবের এই বাস্তব প্রেক্ষাগৃহে।
যার বুকে থাকতে পারে এক-পৃথিবী প্রেম।
দয়ামায়া, স্নেহ আর ভালোবাসায় পরিপূর্ণ থাকতে পারে
যার বুকের বাম পাশটা।
হৃদয়ে অজস্র কষ্টের গহ্বর নিয়ে যে
অবলিলায় অভিনয় করেযেতে পারে সুখে থাকার।
বুকে রক্তক্ষরণ হলেও যার মুখে হাসি থাকবে
মানুষকে একটু সুখী দেখতে।
সুখের সমভাগ পেলেও যার দুঃখের
ছিটেফোঁটাও ভাগ পাবেনা দুনিয়ার কেউ।
মানবতাকে যে জীবনীশক্তি ভাববে।
জন্মকে যে মুক্তি ভাববে।
চিরমুক্তির পূর্বসময়কে যে পুরস্কার ভাববে।
যার আজন্ম সংগ্রাম থাকবে মানবতার জন্য।
আগামী শতকের সম্ভাব্য সেরা নট;
যাকে হয়তো অনেকেই চিনবে না,
শুধু পরিচয় পাবে তাঁর মাহাত্মের,
এক শতাব্দী পরে, সেই মহাত্মার পরের প্রজন্ম।