অবশেষে এই হৃদয় ঘরে
মায়াবিনী কোন ললনার তরে;
বরণ মাল্য সেজেছে প্রথম
বেজেছে প্রেমের শঙ্খ।
দিবস রজনী অপেক্ষা তাঁর
যে-জনা করেছে প্রেম সঞ্চার;
বলিব সে-জনে মনের কথা
সব পুঙ্খানুপুঙ্খ।


অবশেষে এই অবোধ মনে
জন্মেছে প্রেম এক-নারীর সনে;
নেই আর কোন প্রশ্নবোধক
লোকে কেন প্রেমে পড়ে।
এখন বুঝেছি সকল কিছু
কেন যায় সবে প্রেমের পিছু;
কেন দুনিয়ার সকল ছেড়ে
প্রেমের জন্য মরে।


অবশেষে এই শুণ্য বুকে
ঘর বেঁধেছে স্বর্গ সুখে;
স্বাদ জেগেছে বেঁচে থাকবার
লক্ষ বছর ধরে।
প্রেমের সাগরে গভীরে ডুবেছি
জানিনা এ আমি কি ভুল করেছি
মন প্রাণ সব হারিয়ে ফেলেছি
প্রেম যমুনার তরে।।