এই পৃথিবীটা ষোল আনা ঋণে,
কেউ বাঁচেনা কাউকে বিনে।
রাতকে যেমন চেনায় দিনে,
ধনীকে চেনায় গরীব জনে।  
রাজা হয়; যদি প্রজারা মানে,
দুনিয়ার সব মানুষ জানে।
ফুলকে যেমন চেনায় ঘ্রাণে,
পাখিরা চেনায় আপন গানে।
সৎকে চেনায় সোন্দর মনে,
অসৎ চেনায় কর্ম গুণে।
চাঁদ আলো পায় সূর্য কিরণে,
কিছুই চলেনা সূর্য বিনে।
পৃথিবীটা হলো ষোল আনা ঋণে,
এই কথাটা কেউ না জানে।।