আজকে খুশির ঈদ,
সূর্য উঠেছে নব রূপে পূবাকাশে;
এবার ভাঙো সবে মোহনিদ।


শয্যা ছেড়ে উঠ,
ঈদের দিনের দিবাকর ওই ডাকে;
পবিত্র সেই আলোর পেছনে ছুট।


যেতে হবে ঈদগাহে,
ভুলেগিয়ে আজ শ্রেণী ভেদাভেদ সব;
সেথা উল্লাস হবে মিলনের সমারোহে।


আজকে অনেক কাজ,
বিনিময় হবে হৃদয়ের ভালোবাসা;
আজকের দিনে থাকবেনা কারো লাজ।


খুশি সবার মন,
আজকে করো থাকবেনা কোন ক্ষুধা;
সবখানে হবে খাওয়ানোর আয়োজন।


আজকে খুশির দিন,
চল সবে মিলে পণ করি;
যেনো ঈদ হয় প্রতিদিন।