আমার গাঁয়ের ভাঙা কুঠির
নিঝুম সন্ধ্যা বেলা,
ঝিঁঝিঁর তানে ব্যাঙের গানে
হৃদয় করে খেলা।
লক্ষ জোনাক ডানা মেলে
দিক-বিদিকে ছুটে,
নিত্য এথায় আড্ডা জমাই
পাড়ার সবাই জুটে।
মাথার উপর ভাঙা চালা
লুকোচুরি দেয় চাঁদ,
চাঁদের বুড়ি সদাই আমায়
করে যায় উন্মাদ।
সারাদিনে এই ক্লান্ত শরীর
বিশ্রামে পায় বল,
একটা কোণে পড়তে বসে
লক্ষ্মী ছেলের দল।
দূরে কোথাও শেয়াল ডাকে
কোথাও হুতুম প্যাঁচা,
জীবন ধরে সাক্ষী যারা
মোদের মরা বাঁচা।
আমার গাঁয়ের সাঁঝের কথা
বলব কি-আর ভাই,
এমন মায়া দিন দুনিয়ার
কোথাও বোধয় নাই।


--- (রচনাকাল- ৫ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ২০/০৭/২০১৫ খ্রিষ্টাব্দ)