শ্রাবণ মেঘের চাদর গায়ে
ঘুমায় রবি রাজ,
আলোর গোলক ঘিরে আজি
ডাকছে শুধুই বাজ।
আসমানে আজ কালোর মেলা
নীলের দেখা নাই,
ভূমির উপর অথৈ পানি
যে-দিক পানেই চাই।
পাখিরা আজ নীড়ে সবাই
যায়নি কোথাও দূরে,
ক্ষুধার জ্বালা ভোলার ছলে
গাইছে করুণ সুরে।
আকাশ ফেটে নামছে কেবল
প্রবল বারি ধারা,
ক্ষণিক থামে আবার নামে
যায়না কিছুই করা।
পরম সুখের স্বর্গ আজি
আপন গৃহের কোণ,
অবকাশের দিন পেতে মোর
প্রিয় এই শ্রাবণ।।