তোমাদের ব্যঙ্গ্যোক্তিগুলোতে আজ
আর্ আমার কর্ণজ্বালা হয়না।
আমি অনেক প্রয়াসের দ্বারা এখন
বাস্তবিকভাবেই অমানুষ হওয়ার মার্গ পেয়েছি!
তোমাদের অবহেলা আর তাচ্ছিল্যগুলো তাই
আজ আর্ আমার হৃদয়-চক্ষে গোচর হয়না।
আজ আমি শত অপমান
আর্ ব্যঙ্গ-বিদ্রুপেও মানুষ হয়ে প্রতিবাদ করিনা।
জানো?
আজ বিনম্রচিত্তের অমানুষ হয়েযাওয়া এই আমি-
শত অপবাদেও মুখ খুলিনা।
হা হা হা হা ….......
হাসি পাচ্ছে নাকি?
বিশ্বাস করো;
আজ আমি অমানুষ হতে পেরেছি।
এখন তোমাদের মত মানুষদের সাথে
পাল্লাদেয়ার প্রয়াস আর্ করি না।
এটাইতো চেয়েছিলে, না?
একটা রক্ত-মাংসের মানুষকে
অমানুষ দেখবার বড্ড স্বাদ ছিলো তোমাদের!
যাও;
আজ আমি মানুষ অমানুষের এই অদ্ভুত প্রতিযোগিতায়
নিজেকে সেচ্ছায় অমানুষের দলে দিলাম।
যাও;
এবার বিজয় মিছিল করো!
তোমাদের আশ্রয় লাভের হেতু
আর কখনো মানুষ রূপে আসবো না।
অমানুষদের থেকে মানুষরা কখনোই নিরাপদ নয় তাই!