আজকে আমি পরাজিত বটে;
লজ্জিত নয় তবে,
পরাজয়ের এই মাল্য আমার
জেতার শপথ হবে।
জয় পরাজয় নিয়ম যেথা
এই জগৎ সংসারে,
একটা পক্ষ জিতে সেথা
আরেক পক্ষ হারে।
আকাশ যদি কালো-মেঘে
নীলকে হারায় তবে,
সূর্য-দীপও মাঝে মাঝে
কারণ ছাড়া নিভে।
চাঁদেরো আলো লুপ্ত থাকে
কেতু যখন ঢাকে,
খর স্রোতের মাঝ সাগরে
বালির পাহাড় জাগে।
পরাজয়ের না পেলে স্বাদ
জয়ের খুশি কিসে?
জেতার ধারায় খেই হারানো
দূর্বলতা নয় সে।
পরাজয়ে ক্ষয় না ভেবে
জয়ের শপথ নিবো,
নতুন করে কঠিন পথে
হবো সফল হবো।।