আজি এমন বাদল দিনে
ছোট ছোট স্বপ্ন নিয়ে,
চেয়ে আছি গগনপানে
আলো ভরা জানলা দিয়ে।
আজি ভিষন মনে পরে
তোমার আমার দিনগুলোকে,
জোস্না ভরা কতো রাতে
চেয়ে ছিলাম দূর আলোকে।
যখন তুমি তারা ছিলে
চেয়ে ছিলে আমার পানে,
যখন হলে বুলবুলিটি
মুগ্ধ করলে তোমার গানে।
এখন যদি বৃষ্টি হতে
বুলিয়ে দিতে শিতল পরশ,
সেটাই হতো আমার শুধা
তাতেই হতো শান্তি বরষ।
মেঘে মেঘে আকাশ কালো
ঝড়ো হাওয়া বইবে বুঝি,
স্বপ্নে আবার পেতে তোমায়
বারে বারে চক্ষু বুজি।
কবে আবার বসবে ডালে
হারিয়ে যাওয়া বুলবুলিটি,
একটু পরে হইবে বুঝি
মেঘে ভরা আকাশ ছুটি।
বুলবুলিটি বসবে কি ফের
রোদ উঠিলে গাছের ডালে?
শুনতে কি গান পাবো আবার
আসবে কি ফের কোনো কালে?
জীবনটা যে ঝরে পরবে
সময় অতি সন্নিকটে,
এরই মাঝে কতো কিছু
দিবানিশি যাচ্ছে ঘটে।
কিছু আবার চোখের জলে
হারিয়ে যায় দূর অতিতে,
ভবিষ্যতের আসায় থাকি
তাহা ফিরে আবার পেতে।