ঐ দেখো না গোলাপ টাকে,
ফুটে আছে পথের বাঁকে,
তাকেই নিয়ে প্রজাপতি,
দিবানিশি স্বপ্ন আঁকে।
সেই স্বপ্নে নাম থাকে তার,
রক্তমাখা অমন শ্রী যার,
ফুটে থাকে আপন মনে,
তাই বুঝি সে হৃদয় সবার।
যেটুকু তার রঙের বাহার,
প্রাণ ভরেছে তাতেই সবার,
তাইতো দেখো প্রজাপতি,
আসছে ছুটে ফিরে আবার।
পলক যেনো হারিয়ে ফেলে,
তাহার পানে দৃষ্টি মেলে,
দিন কেটে যায় এমন করে,
গোলাপ সনে খেলে খেলে।
প্রজাপতির দিন কেটে যায়,
পশুপাখি সব চলে যায়,
তবুও সে যে পরে থাকে,
গোলাপ নিয়ে বিশ্বধরায়।